<p style="text-align:justify">সাতক্ষীরার শ্যামনগরে এক নারীকে অপহরণের অভিযোগে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়িঘের থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত নারীকে (২১) উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া ও মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।</p> <p style="text-align:justify">জানা যায়, রবিবার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত-আটজন বখাটে ওই নারীকে তুলে নিয়ে যায়।</p> <p style="text-align:justify">শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসেন এক নারী। রবিবার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত-আটজন তাকে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে ওই নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।</p> <p style="text-align:justify">পুলিশের এ কর্মকর্তা আরো জানান, সোমবার (৬ জানুয়ারি) ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">এদিকে গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা জাকারিয়াকে থানার গেটের ওপর দাঁড়িয়ে মানুষকে উসকানি দিতেও দেখা যায়।</p>