<p>চট্টগ্রাম নগরের কোতোয়ালিসহ বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মীদের রোষের মুখে পড়েন। ওই সময় টেনেহিঁচড়ের নেজামের গায়ের শার্ট ছিঁড়ে ফেলা হয়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।</p> <p>সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পাঁচলাইশ থানার পেছনে পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। </p> <p>উদ্ভূত পরিস্থিতিতে নেজামকে পুলিশ উদ্ধার করে পাঁচলাইশ মডেল থানায় নিয়ে যায়। এরপর থানার সামনে গিয়ে নেজামকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন কর্মীরা। দুপুর দেড়টা থেকে প্রায় বিকেল ৩টা পর্যন্ত এই বিক্ষোভকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ওসি নেজামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ পরিবারের নামে থাকা শেকৃবির বিভিন্ন ভবনের নাম পরিবর্তন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736168550-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ পরিবারের নামে থাকা শেকৃবির বিভিন্ন ভবনের নাম পরিবর্তন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/06/1465713" target="_blank"> </a></div> </div> <p>সর্বশেষ চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নেজাম। বর্তমানে তিনি কুমিল্লা সিআইডি পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা যায়। এরআগে তিনি চট্টগ্রামের পিবিআই, পুলিশের বিভিন্ন ইউনিটেও দায়িত্বে ছিলেন। </p> <p>প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে চট্টগ্রাম নগরের পাচঁলাইশ পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন। এই খবর পেয়ে আশপাশে থাকা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেজাম উদ্দিনকে ঘিরে রাখে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। মারধরের কারণে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়। পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মূল ফটকে এই ঘটনা ঘটে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়াকে নিতে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, থাকছে যেসব সুবিধা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736159003-0e7159c72b2f7660279ef03129949c21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়াকে নিতে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, থাকছে যেসব সুবিধা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465647" target="_blank"> </a></div> </div> <p>দুপুরে ওই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।</p> <p>তবে এরপর ওই থানার ওসি মোহাম্মদ সোলায়মান এবং পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনের সঙ্গে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের কেউ আর ফোন ধরেননি। </p> <p>নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালীসহ বিভিন্ন থানায় ওসি ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে।</p> <p>এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেজামকে শার্ট ধরে টেনে নিয়ে কয়েকজন মারধর করছিলেন। এ সময় তার অতীতের বিভিন্ন কর্মকা-ের কথা তুলে স্থানীয় অঙ্গসংগঠনের কর্মীরা মারধর করতে থাকেন। সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘শাহাদাত (বর্তমান চসিক মেয়র) ভাইকে অনেক নাজেহাল ও জ্বালিয়েছিস’।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমলের ‘অপকর্মের ডান হাত’ তপন আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736169279-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমলের ‘অপকর্মের ডান হাত’ তপন আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465717" target="_blank"> </a></div> </div> <p>তখন আরেক নেতা তার গলা চেপে ধরে বলে উঠেন ‘আমি আমার বাচ্চার মুখ দেখতে পারিনি’। তখন ফেসবুকে লাইভ করতে করতে আরেক স্বেচ্ছাসেবক দলের নেতা বলেন, ‘এই ওসি নেজাম আমাদের কোনো প্রগ্রাম করতে দেয়নি। শেখ হাসিনার দোসর’।</p> <p>পুলিশের এই কর্মকর্তা তখন স্কুলটির সিঁড়ি ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিলেন। এরপর কয়েকজন মিলে তাকে মারধর করেন। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।</p>