<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে টিলা ও পাহাড় কর্তন, নদী ও খাল দূষণ-দখলের মাধ্যমে প্রকৃতির অবাধ ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে বিবৃতি দিয়েছেন ১০৫ জন বিশিষ্ট পরিবেশ ও মানবাধিকার আইনজীবী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি আহবান জানান তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়ে এই বিবৃতি দেন তাঁরা। বিবৃতিতে সই করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, চট্টগ্রাম জেলা সেক্রেটারি অ্যাডভোকেট এ এইচ এম জসীমউদ্দীন, মহানগর সভাপতি ড. শফিকুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, প্যানেল অ্যাডভোকেট আবুল খায়ের প্রমুখ।</span></span></span></span></span></p>