<p>দুর্বার রাজশাহীকে হারিয়েই বিপিএল শুরু করেছে ফরচুন বরিশাল। প্রতিপক্ষের বিপক্ষে সেই ধারা অব্যাহত রাখতে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের করতে হবে ১৬৯ রান।</p> <p>অথচ বরিশালের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার ম্যাচে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত হয় রাজশাহীর। ৩.৪ ওভারেই দলের খাতায় ৩০ রান যোগ করেন দুই ওপেনার মোহাম্মদ হারিস-জিশান আলম। ব্যক্তিগত ২২ রানে হারিস আউট হলে ভেঙে যায় তাদের ‍জুটি। অন্যদিকে বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা জিশান আজ একাদশে ফিরে করেছেন ৩৮ রান। ইনিংসটি সাজিয়েছেন সমান ৩ চার ও ছক্কায়।</p> <p>দুই ওপেনার আউট হওয়ার পর দলের রান বাড়ানোর দায়িত্ব পড়ে ইয়াসির আলী রাব্বি ও অধিনায়ক এনামুল হক বিজয়ের কাঁধে। ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়ে সেই দায়িত্ব ভালোভাবেই পালন করছিলেন দুজনে। তবে ২ চার ও ৩ ছক্কায় ইয়াসির আলী ৩৭ রানে আউট হওয়ার পরেই ম্যাচের চিত্র যায় পাল্টে।</p> <p>দলীয় ১৩৩ রানে ইয়াসির বিদায়ের পর ইনিংসের শেষটায় রানই তুলতে পারেনি রাজশাহী। শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান তুলতে পেরেছে বরিশাল। অথচ, তখনো ৭ উইকেট হাতে ছিল তাদের। দলের হয়ে ওয়ানডে স্টাইলে সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক এনামুল। ২০ রানে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।</p>