<p>সিলেট পর্বের প্রথম দিন সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রান তাড়া করে জয় পায় রংপুর রাইডার্স। কিন্তু আজ হঠাৎ করেই দলীয় স্কোরে রানের দেখা নাই। যে সিলেট ঘরের মাঠে প্রথম ম্যাচে ২০৫ রান করে তাদের আজ ১২৫ রান করতে নাভিশ্বাস ওঠে।</p> <p>দিনের প্রথম ম্যাচটিও লো স্কোরিং হয়। আগে ব্যাট করে কোনো রকমে টেনেটুনে ১১১ রান করেছিল চার ম্যাচ খেলে চারটিতেই হারা ঢাকা ক্যাপিটালস। তাদের হারের সঙ্গী হতে অপেক্ষায় যেন সিলেট। কেননা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ফরচুন বরিশাল।</p> <p>এমন কঠিন দিনে সিলেটের শুরুটাও হয় ধাক্কায়। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই কাইল মায়ার্সের শিকার হন ওপেনার রনি তালুকদার। রনি ডাক মারলেও আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত রাকিম কর্নওয়াল তার পরিচয়ের সুবিচার করছিলেন। কিন্তু এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে বিশাল দীর্ঘাদেহী ব্যাটার ১৮ রানের বেশি করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ১২ বলের ইনিংসটি সাজান ৪ চারে।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="55" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/োচখ.jpg" width="1000" /> <figcaption>উইকেট নেওয়ার পর অধিনায়কের সঙ্গে এমন উদযাপনেই মাতেন রিশাদ। ছবি : কালের কণ্ঠ, সিলেট থেকে</figcaption> </figure> </div> <p>দলীয় ২৭ রানে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্র্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন জাকির হাসান ও জর্জ মুনশি। তবে সিলেটের সেই স্বপ্নে বাধ সাধেন জাহানদাদ খান। ৯ম ওভারে মুনশি (৩০) ও অ্যারন জোন্সকে আউট করে বরিশালকে ম্যাচে ফেরান পাকিস্তানের বাঁহাতি পেসার।</p> <p>জাহানদাদের সঙ্গে উইকেট উদযাপনে যোগ দেন শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেনও। তাদের উইকেট উদযাপনে ভাঙা হাঁট হয়ে যায় সিলেটের ইনিংস। ২ উইকেটে ৭৬ রান করা দলটিই কিনা একটা সময় ৮ উইকেটে ৮৯ হয়ে যায়। শেষে দলকে ১২৫ রানের সংগ্রহ এনে দেন আরিফুল হক। দলের অধিনায়ক ৩৬ রানের ইনিংস না খেললে এক শর আগেই হয়তো অলআউট হতো সিলেট। ইনিংসটি সাজান ১ চার ও ৩ ছক্কায়। তিনটি করে উইকেট নিয়েছেন জাহানদাদ ও লেগ স্পিনার রিশাদ।</p>