<p>নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ সাব্বির নামের এক যুবক নারায়ণগঞ্জ আদালতে মামলাটির আবেদন করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলাটি রুজু করে। মামলায় ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।</p> <p>সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।</p> <p>২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালতে মামলাটি করেন সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।</p> <p>মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বাদী মো. সাব্বিরকে গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সদস্যরা গুলি করলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।</p> <p>সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, আদালত মামলাটি থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।</p>