<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি কর্মচারী সেজে আইনবহির্ভূতভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধান মো. রায়হানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর পল্টন থানায় দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে মো. রায়হানকে তলব করা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এরপর তাঁকে আটক করে থানায় সোপর্দ করে মামলাটি করা হয়। আটকের সময় সাংবাদিকদের কাছে প্রধান আসামি মো. রায়হান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা একটি বেসরকারি সংস্থা এবং আমি কোনো সরকারি বড় অফিসার নই। এখন আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হওয়ায় অনেকেই আমার পিছু নিয়েছে। যে কাজগুলো সরকারি অফিসারদের করার কথা, সেই কাজগুলো আমি করেছি। এটা আমার দায়িত্ব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামলার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অন্য আসামিরা হলেন নেত্রকোনার সাইফুল ইসলাম, পটুয়াখালীর সোলাইমান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, রনি আহেমদ পায়েল, মো. রফিকুল ইসলাম সম্রাটসহ অজ্ঞাতপরিচয় আরো আটজন।</span></span></span></span></span></p>