<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া এক হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নথিগুলোর বিষয়ে এই তথ্য জানান চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম ও মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাস্থলের সিসি ক্যামেরা না থাকায় আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত করছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কেইস ডকেটগুলো চুরি হয়েছে, সেগুলো ছিল ২০১৫ সালের আগের ফৌজদারি মামলাসংক্রান্ত, বেশির ভাগ মামলা আগে নিষ্পত্তি হয়ে গেছে। নথি হারানোর ঘটনায় গত রবিবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত এক হাজার ৯১১ মামলার কেইস ডকেটের হদিস মেলেনি। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে ঘটনাস্থলে সিসিটিভির ক্যামেরা না থাকায় ফুটেজ সংগ্রহ করা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>