<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।</p> <p>জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ, প্রশ্ন তুললেন সাবেক ভারতীয় হাইকমিশনার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736254190-773f63b71f4e4cf0072b8d0a2189c43c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ, প্রশ্ন তুললেন সাবেক ভারতীয় হাইকমিশনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/07/1466103" target="_blank"> </a></div> </div> <p>জামায়াতের আমির বলেন, ‘তার (আলী আহসান মোহাম্মদ মুজাহিদ) পিতা বলেছিলেন, আমি আমার এই ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি। শহীদ মুজাহিদ তার পিতার সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। একজন জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে তিনি আমাদের জন্য রেখে গেছেন অনেক অবদান ও শিক্ষা।’ </p> <p>মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম রফিকুন্নবী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের  সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও নারায়ণগঞ্জ মহানগরী আমির আবদুল জাব্বার। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খাল ভরাট না করেই হবে ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736256368-6a8813cc2fdf0b1ac7d9194716ece4a6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খাল ভরাট না করেই হবে ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/07/1466115" target="_blank"> </a></div> </div> <p>পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন লেখকের পুত্র আলী আহমাদ মাবরুর। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সহধর্মিণী, ভাই ও পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী।</p> <p>মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ দেশে ইসলামী সমাজ বিনির্মাণের আন্দোলনে ছাত্রজীবন থেকে শাহাদাত অবধি নেতৃত্ব দিয়েছেন।</p>