<p>আজ সোমবার থেকে সারা দেশে নতুন কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রের দাবিতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, সমাবেশ এবং নানা মাত্রার জনসংযোগ করবে তারা।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। ১১ জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবে তারা।</p> <p>শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিবি পরিচয়ে চাঁদাবাজি—আটক ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদল নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736060723-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিবি পরিচয়ে চাঁদাবাজি—আটক ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদল নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465169" target="_blank"> </a></div> </div> <p>জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া জানিয়েছেন, আজ ৬ জানুয়ারি থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে। ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে।</p> <p>হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে সব অংশীজনকে নিয়ে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তসলিমার দৃষ্টিতে তাহসান নয়, মিথিলা ও রোজা জিতেছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736067225-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তসলিমার দৃষ্টিতে তাহসান নয়, মিথিলা ও রোজা জিতেছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465193" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনা মূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করাসহ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাত দফা দাবি উত্থাপন করা হবে এসব কর্মসূচিতে। </p>