<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিয়াজউদ্দিন আহমেদ</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের এই দিনে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন। রিয়াজউদ্দিন আহমেদ ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ ছাড়া নিউজ টুডে এবং ফিন্যান্সিয়াল হেরাল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশকও ছিলেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিয়াজউদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদীর মনোহরদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীতে মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ছেলে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিয়াজউদ্দিন আহমেদ চারবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দুইবার অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাউথ এশিয়া ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের (সাফমা) চেয়ারপারসন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। সাংবাদিকতা ও জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য ১৯৯৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। </span></span></span></span></p>