<p>শীতের সকালে জ্বলছে আগুন। চুরি করে আনা হাঁস পোড়াচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। এ নিয়ে কথা-কাটাকাটি হলে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন যুবক। একই সঙ্গে মারতে তেড়ে আসে। দলবদ্ধ হয়ে ওই যুবককে আটক করা হয়। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরই মধ্যে দেখা যায় পুড়ছে মানবদেহ। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক হত্যার কাহিনি। উদ্ধার করা হয় দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুদ্ধবিধ্বস্ত সুদানে দুর্ভিক্ষ সংকট আরো বাড়ছে : প্রতিবেদন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735052553-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুদ্ধবিধ্বস্ত সুদানে দুর্ভিক্ষ সংকট আরো বাড়ছে : প্রতিবেদন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/24/1460922" target="_blank"> </a></div> </div> <p>ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড যেন সব পৈশাচিকতাকে হার মানিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশ সেখানকার একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৬ বছর বয়সী নারীর পোড়া মরদেহ (কয়লা) উদ্ধার করে। ওই নারীর দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা হয় পাশের একটি পুকুরের পাশ থেকে। মাথাটিও গর্তে পুঁতে রাখা হয়। ঘাতকের দেওয়া স্বীকারোক্তি মতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনের আন্দোলন এখনই নয়, ধৈর্য ধরুন : নুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735051515-9ea53ea36f3892528c2e01bad5ec2605.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনের আন্দোলন এখনই নয়, ধৈর্য ধরুন : নুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/24/1460917" target="_blank"> </a></div> </div> <p>হত্যাকাণ্ডের শিকার ওই নারী উপজেলার হীরাপুর গ্রামের কলোনি এলাকার মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী শারমীন বেগম ওরফে হরলুজা বেগম (৪৬)। মঙ্গলবার ভোরে ওই নারীকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান ঘাতক ফারহান ভূঁইয়া (২৭) । বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারহান ভূঁইয়া রনি নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছিল আখাউড়া থানার পুলিশ। ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া শানুর ছেলে।</p>