<p style="text-align:justify">স্বৈরাচার শেখ হাসিনা পতনের লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা আন্দোলনে অংশ নেওয়ার আগে বগুড়া জেলার সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের মা ছেলেকে বলেছিলেন আন্দোলনে যেতে হবে না, কিন্তু সায়েম তার মায়ের কথা শোনেনি। সায়েম বলত, তোমার ৪ সন্তানের মধ্যে এক সন্তান মারা গেলে কিছু হবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এমন কথা জানালেন সমন্বয়ক আহসান হাবিবের মা আবেদা খাতুন। </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘নতুন করে দেশ স্বাধীন হলো, দেশ স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেল। কিন্তু আমার সন্তানের কী হবে। এখন আওয়ামী লীগের দোসররা আমার সন্তানকে হত্যার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। আমার স্বামী খুবই অসুস্থ, আমরা বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। আহসান হাবিব সায়েমকে হুমকি দেওয়া নিয়ে আতঙ্কের মধ্যে আছি।’</p> <p style="text-align:justify">বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক জেলার সদর উপজেলার নওদাপাড়ার আব্দুল গফুরের ছেলে আহসান হাবিব সায়েমকে (২৪) প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার বাড়ির দেয়ালে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। মঙ্গলবার সকালে বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। সমন্বয়ক আহসান হাবিব বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।</p> <p style="text-align:justify">বিষয়টি জানাজানি হলে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। </p> <p style="text-align:justify">সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনাটি শোনার পর পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। </p> <p style="text-align:justify">জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া সেল) সুমন রঞ্জন সরকার জানান, এরই মধ্যে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশের পক্ষ থেকে একটি জিডিও করা হয়েছে। বিষয়টি নিয়ে সদর থানা পুলিশ মাঠে শুরু কাজ করেছে।</p> <p style="text-align:justify">সহসমন্বয়ক আহসান হাবিব বলেন, “সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আমার ঘরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে বিষয়টি জানায়। পরে আমার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা করছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দেবে, আমি এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।’</p> <p style="text-align:justify">আহসান হাবিবের বড় ভাই শাহাদত হোসেন বলেন, ‘আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিল। সে বিভিন্ন এলাকায় আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে। মূলত সে জন্যই স্বৈরাচারী সরকারের দোসররা পরিকল্পিতভাবে এমন কাজ করেছে। আমার ভাই জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরও যদি হত্যার হুমকি আসে, তাহলে দেশকে স্বাধীন করে কী পেলাম আমরা।’</p>