<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার দিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে শিক্ষার্থীরা তাঁকে হলের কক্ষে নিয়ে যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে গত চার দিন খালেদ হাসান কোথায় বা কার সঙ্গে ছিলেন তা এখনো জানা যায়নি। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদ মাত্রই হলে ফিরেছে। আমি তার রুমেই আছি। সে আপাতত চুপচাপ রয়েছে। আপাতত ফ্রেশ হয়ে নিক, এরপর আমরা আস্তে-ধীরে জানতে পারব সব কিছু।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে খালেদ তাঁর বন্ধু ওমর ফারুককে নিয়ে বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করেন। পরে গত শুক্রবার ভোরে তিনি পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় অনুষ্ঠিত ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেন। ম্যারাথন শেষে তাঁর বন্ধুকে ফার্মগেট এলাকায় নামিয়ে দিয়ে তিনি সকাল ১০টা ৪৩ মিনিটে তাঁর মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ের হলে নিজ কক্ষে ফিরে আসেন। সিডিআর পর্যালোচনা করে দেখা যায়, খালেদ গত ২০ ডিসেম্বর সকাল ১০টা ১৭ মিনিটে সর্বশেষ তাঁর এক বন্ধুর সঙ্গে কথা বলেন, যিনি ঢাকার বাইরে আছেন। এর পর থেকে খালেদের হলের কক্ষের দরজা বাহির থেকে তালা দেওয়া অবস্থায় পাওয়া যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>