<p>নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে অগ্নিসংযোগে এবং মারধর করে অর্থ লুটের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ওমরগাঁও গ্রামের জলিলুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৩৮) বাদী হয়ে মামলা করেন।</p> <p>মামলায় আসামিরা হলেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বাবায়ক শাহাদাত হোসেন টিটু (৩২), তার ছোট ভাই মো. মিঠুন (২৩) ও চাচাতো ভাই মো. অন্তরসহ (২৬) অজ্ঞাতপরিচয় ১০-১২ জন। আসামিদের বাড়ি রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে।   <br /> এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাদির মিয়া (২৭) ও জনি মিয়া (২২) নামের দুজনকে আটক করে নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।</p> <p>মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোলাম মোস্তফা পেশায় একজন মোটরসাইকেলচালক। ২২ ডিসেম্বর সন্ধ্যায় গোলাম মোস্তফা উপজেলা সদরের রেইনট্রিতলা এলাকায় অবস্থান করে। এ সময় শাহাদাত হোসেন টিটু তাকে জিজ্ঞেস করেন গ্রিস প্রবাসী তার ছোট ভাই মামুন হোসেন দেশে এসেছেন কিনা। উত্তরে তিনি বলেন, তার ভাই দেশে এসেছেন। পরে টিটু মোটরসাইকেলে নেত্রকোনা যাওয়ার কথা বললে গোলাম মোস্তফা ১২০ টাকা ভাড়া দাবি করেন। এতে টিটু ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে চলে যায়। </p> <p>২৩ ডিসেম্বর দুপুরে গোলাম মোস্তফা ও তার ভাই মামুন ডাইয়ারকান্দা বাজারে এলে শাহাদাত হোসেন টিটু, অন্তরসহ তাদের লোকজন লাঠিসোটা নিয়ে মামুনকে মারধর করে ১১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আসামিরা গোলাম মোস্তফার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় তারা। </p> <p>কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, অজ্ঞাতপরিচয় দুজন আসামিকে আটক করে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>