<p>ভারত থেকে আমদানি করা চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। ‘এমভি টানিস ড্রিম’ নামের জাহাজটি সিদ্ধ চাল নিয়ে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজ বৃহস্পতিবার সকালে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ার পর চাল খালাস শুরু হবে।</p> <p>অন্তর্বর্তী সরকারের আমলে প্রথমবারের মতো ভারত থেকে চালের এই চালান এসেছে। ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় এই চাল এলো। এই দফায় চার লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন চাল রয়েছে। চালের দ্বিতীয় চালানটি জানুয়ারির প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।</p> <p>এর আগে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাল নিয়ে টানিস ড্রিম জাহাজের বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা জানানো হয়েছিল।</p> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, খাদ্য অধিদপ্তর গত মাসে চাল কেনার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে। সেখানে অংশ নিয়ে ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায় ভারতীয় একটি কম্পানি।</p>