<p>‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে নারী মৃত্যুর ঘটনায় একের পর এক বিতর্কেই জড়াচ্ছেন দক্ষিণের সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন। ঘটনাটি দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। এমনকী জেলও খাটতে হয়েছে অভিনেতাকে। তবে এবার আগুনে কিছুটা জল ঢেলে পরিস্থিতি শান্ত করলেন আল্লু। প্রথমে ২৫ লাখ টাকা দেয়ার কথা থাকলেও এবার নিহতের পরিবারকে ২ কোটি টাকা দিলেন অভিনেতা। </p> <p>বুধবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের দিন হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে ভেন্টিলেটরে থাকা শ্রী তেজাকে দেখতে যান আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এবং সিনেমার অন্যান্য নির্মাতারা। শ্রী তেজা পদপিষ্ট হয়ে নিহত সেই নারীর ছেলে। সেখানে গিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন আল্লু অরবিন্দ। তিনি ‘পুষ্পা ২’-এর প্রযোজক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন জেফার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735197680-9ce66e8c0d5f59e6e569c95ff7e2c2a1.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন জেফার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461531" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪ : সাফল্য কম, ব্যর্থতার পাল্লা ভারী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735194185-003a2d077d5a5ccc7f1c21fa6a440ced.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪ : সাফল্য কম, ব্যর্থতার পাল্লা ভারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461521" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বদলে যাওয়া দেশের চিত্রে যেমন ছিল শোবিজ অঙ্গন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735186032-d366010c5e4b68627cb2fa1dcd41a0b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বদলে যাওয়া দেশের চিত্রে যেমন ছিল শোবিজ অঙ্গন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/26/1461498" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>শ্রী তেজাকে দেখে হাসপাতালের বাইরে এসে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ জানান, আট বছরের শ্রী তেজার জন্য আমরা সকলে মিলে ২ কোটি টাকা দেবেন তারা। এতে তার চিকিৎসা খরচ সহ অন্যান্য সহায়তা মিলবে। </p> <p>আল্লু অরবিন্দ বলেন, শ্রী তেজার অবস্থার উন্নতি হচ্ছে। পরিবারের সহায়তায় আমরা ২ কোটি টাকা দিচ্ছি। তিনি বলেন, আল্লু অর্জুন দেবে ১ কোটি, চলচ্চিত্র নির্মাতা দেবে ৫০ লক্ষ এবং পরিচালক সুকুমার দেবেন ৫০ লক্ষ টাকা। তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সভাপতি দিল রাজুর মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে।</p> <p>গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শোয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শ্রী তেজার মায়ের। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শ্রী তেজাকে। এ ঘটনার পর থেকেই তোপের মুখে পুষ্পা অভিনেতা। মামলায় গ্রেপ্তার হয়ে একরাত জেলও খেটেছেন ‍তিনি। এরপর অভিনেতার বাড়িতেও হামলা করে জনতা। তেলেঙ্গনার বিধানসভাতেও উঠে আসে আল্লু অর্জুনের প্রসঙ্গ। যা নিয়ে বেশ কঠিন সময় পার করছেন আল্লু অর্জুন।</p>