<p>গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।</p> <p>আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন (১৫) টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে। আটক ট্রাকচালক ফেনী জেলা সদরের সুন্দরপুর গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে একরামুল হক (৩৮)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735196974-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461528" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও নিহতের স্বজনরা জানাব, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নয়ন মোটরসাইকেলযোগে মাজুখানের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি  শিলমুন এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম প্রাপ্ত হন নয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও গাড়িসহ চালককে আটক করেন।</p> <p>টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>