<p>কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শফিউল্লাহ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন। </p> <p>আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এদিন বিকেলে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় তাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটে।</p> <p>স্থানীয়রা জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরের ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহর সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চড়-থাপ্পড় মারেন। সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে কথার এক পর্যায়ে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করে। এতে শফিউল্লাহ গুরুতর আহত হয়।</p> <p>পরে স্থানীয়রা শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।</p> <p>এ বিষয়ে নিহত সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।</p> <p>ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহকে হত্যা করা হয়েছে। মৃতদেহ বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।<br />  </p>