<p>লিভারপুলের ডাগআউটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বদলে গেলেও বদলাননি মোহাম্মদ সালাহ। ইয়ুর্গেন ক্লপের জায়গা আর্নে স্লট আসলেও মিশরীয় ফরোয়ার্ড যেন চিরসবুজ। তার চিরসবুজ থাকার টনিক হচ্ছে গোল। আর সেই ক্ষুধা যেন তার মেটেই না।</p> <p>বক্সিং ডেতেও ব্যতিক্রম কিছু হয়নি। যথারীতি উদরপূর্তি করেছেন সালাহ। লেস্টার সিটির বিপক্ষে গোল করে রেকর্ডও গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগে নির্দিষ্ট ক্লাবের হয়ে ২৫০ গোলে অবদান রাখা চতুর্থ ফুটবলার তিনি। লিভারপুলের হয়ে ১৭১ গোলের বিপরীতে সহায়তা করেছেন ৭৯টি। তার সামনে আছেন টটেনহামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইন (২৫৯), ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি রায়ান গিগস (২৭১) ও ওয়েইন রুনি (২৭৬)।</p> <p>অ্যানফিল্ডে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১০০ গোল করা ৮ম খেলোয়াড় তিনি। লিভারপুলের হয়ে করেছেন ৯৮ গোল। আর বাকি দুটি করেছেন চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে। তার মাইলফলকের দিনে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে অলরেডরা। দলের হয়ে বাকি গোল দুটি করেছন কোডি গাকপো ও কার্টিস জোন্স। অন্যদিকে শুরুতেই দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন লেস্টারের জর্ডান আইইউ।</p> <p>এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে লিভারপুল। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। একটা ম্যাচ আবার বেশিও খেলেছে ব্লুজরা। ম্যাচ শেষে তাই শিরোপা জয়ের কথাই জানিয়েছেন সালাহ।</p> <p>সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে লিগ জিতেছিল লিভারপুল। এরপর আর সেই স্বাদ নেওয়া হয়নি। এবার শিরোপা খরা ঘুঁচানোর কথা জানিয়ে এ মৌসুমে ১৬ গোল করা সালাহ বলেছেন, ‘এ বছরের অনুভূতিটা ভিন্ন। আমি প্রিমিয়ার লিগ জিততে চাই। আমরা সত্যি এটা জিততে চাই। চল আমরা এটি করি! তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজটা চালিয়ে যাওয়া এবং বিনয়ী হওয়া।’</p>