<p>রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ওহাব কলোনি এলাকায় এক নারী খুন হয়েছেন। সেখানকার একটি বাসা থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সীমা আক্তার (২৩)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সেকেন্দার আলীর মেয়ে। গত বৃহস্পতিবার রাতে তাঁর লাশ ওই বাসা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশ উদ্ধারকারী সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে এমন একজনকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি বেশ কয়েক দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই রুম ভাড়া নেন দুজন। তবে কয়েক দিন ধরে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।</p> <p> </p>