<p style="text-align:justify">বরিশাল শিক্ষা প্রকৌশল বিভাগের পুরোনো কাগজপত্রসহ দুটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। তাদের সন্দেহ ছিল সচিবালয়ে লাগা আগুনের কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে আনা হয়েছিল ওই ট্রাকে। পরবর্তীতে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে বিষয়টি নিশ্চিত হয় ওই কাগজপত্রগুলো শিক্ষা প্রকৌশল বিভাগের। পরে শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ট্রাকভর্তি কাগজগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।</p> <p style="text-align:justify">শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আমাদের বেশ কিছু পুরোনো কাগজ ছিল। নিয়ম অনুযায়ী ওই কাগজগুলো পুড়িয়ে ফেলার কথা। কাগজগুলোকে পোড়ানোর জন্য আমাদের একজন কর্মকর্তা নগরীর ৪ নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। কিন্তু দুইজন ট্রাক ড্রাইভার ও শিক্ষা প্রকৌশল বিভাগের টাইলসের মিস্ত্রি সবুজ মিয়া ওই কর্মকর্তাকে ভুল বুঝিয়ে চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে নিয়ে যায়। সেখানে এলাকাবাসী ভুল বুঝে ট্রাক দুটিকে আটক করে। পরে আমি ঘটনাস্থলে পুলিশ নিয়ে ট্রাক দুটিকে উদ্ধার করে মালামাল আমাদের হেফাজতে নেই।</p> <p style="text-align:justify">কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার আইস বলেন, শিক্ষা প্রকৌশল বিভাগের কিছু পুরোনো কাগজ পোড়ানোর জন্য কাগাসুড়া বন্দরে আনা হয়েছিল। সেখানে স্থানীয় জনতা ট্রাক দুটি আটক করে। তারা ভেবেছিল ওই কাগজগুলো সচিবালয়ের কাগজ। পরে জানা যায় ওই কাগজগুলো শিক্ষা প্রকৌশল বিভাগের। এরপর ওই বিভাগের কর্মকর্তারা এসে নিজের জিম্মায় কাগজগুলো নিয়ে যায়।</p>