<p>টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ঢাকা জেলার সাভারে।</p> <p>আজ শনিবার (২৮ ডিসেম্বর) জিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (অপরাধ) এন এম নাসিরুদ্দিন কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘আজ রবিবার ভোরে চট্রগ্রামে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়। তাকে টঙ্গীতে আনা হচ্ছে। তিনি হত্যা মামলার ৬ নম্বর আসামি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735364737-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462236" target="_blank"> </a></div> </div> <p>তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করে জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় আজ শনিবার সকালে এরেস্ট হয়েছেন। বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735362583-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462230" target="_blank"> </a></div> </div> <p>গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রেুপের দ্বন্দ্বে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার জিয়া বিন কাসেম এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।</p>