<p>নড়াইলে মাইজপাড়া ইউপি নারী সদস্য বাসনা মল্লিক (৪৫)-কে সংঘবদ্ধ ধর্ষণের পরে বিষখাইয়ে হত্যার অভিযোগে ফারুক মোল্যা (৫০) নামের একজনকে মাগুরা থেকে আটক করেছে পুলিশ। আসামি ফারুক মোল্যা মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওসমান মোল্যার ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।</p> <p>জানা যায়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদে টিসিবি মাল বিতরণের পর স্থানীয় যুবক রাজিবুলের ফোনে পাওনা টাকা আনতে দৌলতপুর বাজারে যান ইউপি নারী সদস্য বাসনা মল্লিক। সেখানে একটি ঘরে ফারুকসহ কয়েক জন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। এর পর তারা ২ লক্ষ টাকা দাবি করেন। এ সময় বাসনা মল্লিক প্রতিবাদ করলে তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735364737-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462236" target="_blank"> </a></div> </div> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তার একমাত্র ছেলের কাছে বাসনা মল্লিক কয়েক জনের নামসহ পুরো ঘটনাটি জানিয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735362583-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462230" target="_blank"> </a></div> </div> <p>নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ‘নারী ইউপি সদস্যকে বিষপানে হত্যা এবং ধর্ষণের অভিযোগ সবই আমলে নিয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তসহ সব ধরনের রিপোর্ট আসলে অচিরেই পুরো বিষয়টি উন্মোচিত হবে। শিগগিরই অন্য আসামিদের গ্রেপ্তার হবে।’</p>