<p>সখীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি আবদুল মালেক। তিনি সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735364737-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462236" target="_blank"> </a></div> </div> <p>সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।’</p>