<p>বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি সুকেশ চন্দ্রশেখরের প্রেম যেন নতুন নজির গড়ে চলেছে। ২০০ কোটি রুপি প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ এখন জেলে বন্দি। জেলে বসেই একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছেন। কথিত প্রেমিকা জ্যাকলিনের জন্য আকুল সুকেশ। একের পর এক চিঠি পাঠাচ্ছেন জেল থেকে। তবে এবার সবাইকে দেখিয়ে দিলেন, আড়াল থেকেও ভালোবাসা যায়। জেলে বসেই প্রেমিকা জ্যাকলিনকে উপহার দিলেন গোটা আঙুর বাগান!</p> <p>এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছেন সুকেশ। বন্দি অবস্থায়ই শখের নারীকে বড়দিনের উপহার পাঠিয়েছেন তিনি। জ্যাকলিনকে উপহার হিসেবে দিয়েছেন দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আস্ত আঙুর বাগান। শুধু তাই নয়, জেল থেকেই জ্যাকলিনকে পাঠিয়েছেন একটি চিঠি, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। চিঠির সঙ্গে আঙুর বাগানের দলিলও পাঠিয়েছেন সুকেশ, এমনটাই শোনা যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায় : অনন্যা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735371504-bf92bec7e3f47a555aa3e2288f6cd365.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায় : অনন্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462263" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735365462-6e42c3fa4aa4a3a36221009b68661fc4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462239" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>চিঠিতে সুকেশ লিখেছেন, “উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার ‘সান্তা’ হতে কে আটকায়!” সেই জায়গা থেকেই ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আঙুর বাগিচা উপহার দিয়ে দিয়েছেন জ্যাকলিনকে! সুকেশ আরো লিখেছেন, “আজ আমি তোমাকে ১০৭ বছরের পুরনো ওয়াইন উপহার দিচ্ছি না, বরং ভালোবাসার দেশ ফ্রান্সের গোটা একটি আঙুরের বাগান দিচ্ছি, যা তুমি কল্পনাও করতে পারোনি। আমি একদিন এই বাগানে তোমার হাত ধরে হাঁটবো। দুনিয়া হয়তো ভাবছে আমি পাগল। আমি তোমার প্রেমে সত্যিই পাগল।”</p> <p>সুকেশের চিঠির ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যা পড়ে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। অনেকে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে বহু মানুষ অভিযুক্তের প্রেমের গভীরতায় বিশ্বাসী। যাকে ঘিরে এত কিছু তিনি কী বলছেন? না, জ্যাকলিন এবারও নীরব। সুকেশ তাকে যতই উপহারে মুড়ে দিন, তিনি অভিযুক্তের প্রেমের ফাঁদে আর জড়াতে নারাজ! তাই চিঠি বা উপহারের বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।</p>