<p>বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তবে অভিনয়ে সেভাবে আলোচনায় না থাকলেও প্রেমজীবন নিয়ে বরাবরই আলোচনায় এ অভিনেত্রী। এ বছর অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পরে মন ভেঙেছিল অনন্যার। আবার এই বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। </p> <p>তবে কেমন প্রেমিক চান, তা নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে খোলাখুলি কথা বলেছেন এ বলিউড তারকা। অভিনেত্রী জানান, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখে পানি চলে আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাঁকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, এটাই শর্ত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735365462-6e42c3fa4aa4a3a36221009b68661fc4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462239" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শো করতে গিয়ে অপদস্ত হলেন হানিয়া আমির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735361953-30c2960875e0b199b0254009c5d4becf.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শো করতে গিয়ে অপদস্ত হলেন হানিয়া আমির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462228" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>অনন্যা বলেন, ‘আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই। কারণ আমি জানি, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সবাইকে ভদ্র মনে হয়। আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে, সেটা দেখা উচিত।’ </p> <p>এদিকে মনের মানুষ খুঁজে বেড়ানোর ফাঁকে অভিনয় করে যাচ্ছেন অনন্যা। নেটিজেনদের বিরূপ সমালোচনার জবাব দিতে বাছবিচার করে সিনেমা হাতে নিচ্ছেন এ অভিনেত্রী। তাকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ সিনেমায়। নতুন বছরেও হাতে রয়েছে বেশ কিছু সিনেমা।</p>