<p>প্রয়াত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ প্রয়াত হয়েছেন দুই বছর হলো আজ। মৃত্যুর আগেই তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ ছবির শুটিং শেষ করেছিলেন তিনি। গত ৩০ জুলাই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। তবে জুলাই বিপ্লব ও আওয়ামী সরকার পরিবর্তনের ফলে ছবিটি মুক্তি পায়নি।</p> <p>অবশেষে ২০ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। তানভীর হাসান বলেন, ‘ছবিটির গল্প মাসুম আজিজ ভাইকে নিয়েই। আজ তিনি আমাদের মাঝে নেই। ছবিটি দেখে যেতে পারলেন না, এই আফসোস আমার সারা জীবন থাকবে।’</p> <p>সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তানভীর হাসান। নিজের গল্প-চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তিনি। ছবিটি নির্মিত হয়েছে সিনে মিডিয়ার ব্যানারে।</p> <p>২০২২ সালের ১৭ অক্টোবর না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাসুম আজিজ। তিনি একাধারে ছিলেন অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে তার অভিনয়ের শুরু। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তিনি হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।</p> <p>২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।</p>