<p style="text-align:justify">টঙ্গীতে তাবলীগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীও।</p> <p style="text-align:justify">আজ বুধবার সকালে টঙ্গী ইজতেমা ময়দানে জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা  প্রবেশ করেন। তারা ময়দানে ঢুকে টিনসেড মসজিদে আটকা পড়া বেশ কয়েকজন যোবায়েরপন্থীকে উদ্ধার করেন।</p> <p style="text-align:justify">এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন বলে গণমাধ্যমকে নিছিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন। এ সময় আহত হন অন্তত অর্ধশতাধিক মানুষ।</p> <p style="text-align:justify">টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, অসংখ্য লোক আহত হয়েছে। তারা হাসপাতালে আসছে।</p>