<p>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ব্রাজিলের জন্যও একই ধরনের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকেই বিভিন্ন দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প।</p> <p>এর আগে চীন, কানডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ট্রাম্প তার মার-এ-লাগোর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন।</p> <p>ট্রাম্প ভারত ও ব্রাজিলকে উল্লেখ করে বলেন, ‘শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পণ্যের ওপর সমানভাবে উচ্চ শুল্ক আরোপ করবে।’</p> <p>তিনি দাবি করেছেন, এই দেশগুলো প্রায় সকল ক্ষেত্রে আমেরিকান পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর শুল্ক আরোপ করে না।</p> <p>ট্রাম্প বলেন, ‘পারস্পরিক’ শব্দটি গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে-ভারত, আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না-যদি ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? আপনি জানেন, তারা একটি সাইকেল পাঠায় এবং আমরা একটি সাইকেল পাঠাই। তারা আমাদের ১০০ বা ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে। ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তবে আমরা তাদের ওপরও একই পরিমাণ শুল্ক আরোপ করব।</p> <p>এর আগে ট্রাম্পের মনোনীত বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও একই ধরনের বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘নতুন প্রশাসনের জন্য পারস্পরিক সুবিধার নীতিটি গুরুত্বপূর্ণ হবে। আপনি আমাদের সঙ্গে যেভাবে আচরণ করবেন, তা প্রতিফলিত হবে।’</p> <p>গত ৫ নভেম্বর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।</p> <p>সূত্র : দ্য হিন্দু, পিটিআই</p>