<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা। গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালি রানী নাথ (৪৩), তাদের ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০) ও তার ছেলে দীবকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্ণব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনিরুদ্ধ দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা। জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) নলুয়াটিলা বিওপির মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ১২ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটক ব্যক্তিদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।</span></span></span></span></span></p>