<p>চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুইদল কিশোরের মধ‍্যে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত চারজন।</p> <p>মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নাচোল মল্লিকপুর বাজারে শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। </p> <p>নিহতরা হলো, উপজেলার ফতেপুর ইউপির খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ (১৭) ও চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। এ ঘটনায় সুমন, আরমান, রজব ও ইমন নামে ৪ জন আহত হয়েছে। তাদের রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনের জন্য ৬ মাসের বেশি সময় লাগার কথা নয় : সালাহউদ্দিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734511815-6db489c474b8cdef6c848333ae885d48.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনের জন্য ৬ মাসের বেশি সময় লাগার কথা নয় : সালাহউদ্দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/18/1458774" target="_blank"> </a></div> </div> <p>চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, হাসপাতালে আনার আগেই মাসুদ ও রায়হান মারা যায়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার এলাকায় রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়। মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।</p>