<p>অস্কারের তালিকায় নাম ওঠার পর থেকেই ব্যাপক আলোচনায় ছিলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। বাংলা গান অস্কারে মনোনীত হতেই আলাদা উন্মাদনায় ভেসেছেন শিল্পী নিজেও। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পীর হাতে যেন অস্কার ওঠে, সেই আশায় ছিলেন ভক্ত অনুরাগীরাও। মনোনীত হওয়ায় ইমনকে শুভেচ্ছায় ভাসিয়েছিলেন তারা। তবে সেই আনন্দ আর পূর্ণতা পেল না। অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেন ইমন।</p> <p>মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আর সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ইমনের গানের। ইমন নিজেও সকালে জানিয়ে দিলেন দুঃসংবাদ। অস্কারের মঞ্চে বাংলা গানের আর এগিয়ে যাওয়া হল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমন লিখেছেন, ‘ইতি মা, অস্কারের শ্রেষ্ঠ ১৫টি গানের মধ্যে জায়গা পায়নি।’</p> <p>ইমনের এই পোস্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে, মন ভেঙেছে গায়িকার। তাই অনুরাগীরাও সান্ত্বনা দিচ্ছেন মন্তব্য করে। কেউ বলছেন, ‘সামনে আরো ভালো দিন আসছে।’ কেউ বলছেন, ‘একদম আক্ষেপ করার নেই। ভালো কিছু ঘটবেই।’ আবার কেউ-বা বলছেন, ‘নমিনেশন পেয়েছিল, এটাই অনেক। উচ্চতায় পৌঁছে গিয়েছে এই গান।’ কারো মন্তব্য, “তাতে কী? আমরা এখনো তোমায় নিয়ে গর্ববোধ করি।’</p> <p>এবার সারা বিশ্বের ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীতকে বেছে নেওয়া হয়েছিল অস্কারের দীর্ঘ তালিকায়। আর সেখানেই স্থান পেয়েছিল ইমনের গান ‘ইতি মা’। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ‘পুতুল’ সিনেমাতে গানটি ব্যবহার করা হয়েছে। লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য, সংগীত করেছেন সায়ান গাঙ্গুলি। এই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছিল। তবে সেই দৌড় দীর্ঘ হয়নি। যাত্রা শুরুর আগেই ভঙ্গ হলো। সেই সঙ্গে অস্কারের মঞ্চে অপেক্ষা বাড়ল বাংলা গানের শ্রোতাদের।</p>