<p>তাবলিগের দুই পক্ষের মধ্যে বেশ কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলছে। সেই কারণে ইজতেমাও দুই ভাগে হচ্ছে। তবে সম্প্রতি সময়ে বেড়েছে দুই পক্ষের দ্বন্দ্ব। এরই জেরে গতকাল রাতে মূল ইজতেমার আগে জোড় ইজতেমার জন্য মাঠ দখলের লড়াইয়ে বাধে সংঘাত। নিহত হয়েছেন তিনজন।</p> <p>বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত ইসলামীর অবস্থান তুলে ধরেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।</p> <p>তিনি বলেন, আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগী জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন মুসল্লির ইন্তিকালে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইজতেমায় সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনায় যা বললেন মামুনুল হক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734513995-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইজতেমায় সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনায় যা বললেন মামুনুল হক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/18/1458784" target="_blank"> </a></div> </div> <p>বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক, এমন দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের উপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন। আল্লাহ তা'য়ালা আহত ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।</p> <p>দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন বলে আশাব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোদির ‘বিতর্কিত’ মন্তব্য, জামায়াতের দাবি—তাদের বক্তব্যের পক্ষে রাজসাক্ষী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734432365-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোদির ‘বিতর্কিত’ মন্তব্য, জামায়াতের দাবি—তাদের বক্তব্যের পক্ষে রাজসাক্ষী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/17/1458442" target="_blank"> </a></div> </div> <p>এদিকে পরিস্থিতির কারণে জনশৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দান এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। </p>