<p>‘অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি আনুকূল্য দেখাবে না দুদক। একই সঙ্গে দুদক হুঁশিয়ারি দিয়েছে, দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না।’</p> <p>আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্য মতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ট অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’</p> <p>এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।</p>