<p>প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় একটি অর্ধগলিত মরা ডলফিন ভেসে উঠেছে। বুধবার ১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জোয়ারের সময় নদীর নিচের দিক থেকে ভেসে আসা ডলফিনটি উদ্ধার করা হয়।</p> <p>রাউজান উপজেলা মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী জানান, এলাকার লোকজন ডলফিনটি দেখে তাদের অফিসে খবর দেন। এরপর তারা স্থানীয়দের সহায়তায় ডলফিনটি বেলা ১২টার দিকে উদ্ধার করে নদী তীরে নিয়ে আসে। সেখানে সুরতহাল ও নমুনা সংগ্রহ করে পরবর্তীতে মাটিচাপা দেয়া হয়।</p> <p>উদ্ধার হওয়া ডলফিনটির ওজন ছিল ১৩ কেজি ৪শ গ্রাম এবং দৈর্ঘ্য ৩ ফুট ৯ ইঞ্চি। আলমগীর আজাদী বলেন, ডলফিনটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তথ্য যাচাই করবেন, তবে আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি সম্ভবত কয়েকদিন আগে জালে আটকে মারা যেতে পারে।</p> <p>হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য টহল কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নৌযান ও জনবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।</p>