<p>২০তম বিসিএস ফোরামের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-১)-এর কক্ষে ১৫ সদস্যের ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।</p> <p>এ কমিটির আহ্বায়ক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং সদস্যসচিব হয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আরেফ পিপিএম।</p> <p>কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. আকনুর রহমান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসিম উদ্দিন খান, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আলমগীর হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ এবং চট্টগ্রাম ওয়াসার ডিএমডি (যুগ্ম সচিব) মো. লাল হোসেন।</p> <p>এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আবু নঈম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম এপিবিএনের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মো. রইস হাসান সরওয়ার এনডিসি, টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), তারঘীবুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার) মাহবুবা খাতুন মিনু।</p>