<p>কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের আমান্যাচর এলাকায় ইট তৈরির মেশিনে আটকে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।</p> <p>প্রকৌশলী কফিল উদ্দিন ও মাস্টার গিয়াস উদ্দিনের মালিকানাধীন মাস্টারমাইন্ড অটো ব্রিকস কারখানায় এই ঘটনা ঘটে।</p> <p>মাস্টারমাইন্ড অটো ব্রিকস প্রস্তুতকারক কারখানার মেশিনের সঙ্গে আটকা পড়ে ওই দুই শ্রমিক মারা গেছেন।</p> <p>বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার শাহজাহানের ছেলে শাহীন (১৮) ও পৌরসভার কাহারিয়া ঘোনা ৫নং ওয়ার্ড এলাকার নুরুল আমিনের ছেলে জিসান (১৮)।</p> <p>স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো পৌরসভার ১নং ওয়ার্ডে অবৈধভাবে স্থাপিত মাস্টারমাইন্ড ব্রিকস প্রস্তুতকারক কারখানার কাজ করে আসছিল শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইটভাটার কাজ শেষ করে মেশিন পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎচালিত মিক্সার মেশিনের পাখায় তারা দুজনই আটকা পড়েন। স্থানীয় শ্রমিকরা দ্রুত সহকর্মীদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।</p> <p>ঘটনাস্থল থেকে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। </p> <p>থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, ইটভাটায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি মনজুর। </p>