<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধে ভারত বন্ধুর ভূমিকা পালন করেছে। তবে ভারত যদি সহযোগিতা না-ও করত, তার পরও বাংলাদেশ স্বাধীন হতো। এ কথাটি মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী বলেছিলেন। গতকাল রাজধানী ঢাকার শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ স্বাধীন হতো, কারণ যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোনো রাজনীতিবিদ নিতে পারেননি, সেই সময়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন, তাতে অন্যান্য সেনা অফিসার, বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হন এবং তাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>