<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্তানের প্রতি মায়ের টান উপমাবিহীন। সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেওয়ার অগণিত নজিরও রয়েছে এই ধরার বুকে। সর্বশেষ এই নজিরে নিজের ছোট্ট নামটি লিখিয়ে সোজা ইতিহাসে ঢুকে গেলেন মমতাময়ী মা মাসুমা খাতুন (২৮)। প্রাণপ্রিয় শিশুসন্তান বেঁচে গেলেও পিচঢালা পথে মায়ের থেঁতলে যাওয়া প্রাণহীন দেহটি কিছু সময়ের জন্য পড়ে থাকে। এই মর্মান্তিক দৃশ্য দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। বেঁচে যাওয়া দুই সন্তানকে বুকে চেপে ধরে স্বামী মিজানুর রহমানও শোকে স্তব্ধ। হতবিহ্বল হয়ে সজল নয়নে চেয়ে থাকা মিজানুরের চোখ দুটির সহজ-সরল অনুবাদ কী করে দেবেন? না থাক, ওই চোখ দুটি এখন চোখের লোনা জলে ভেজা!</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়াকালে নিজের কথা একটু ভাবতে পারেননি মাসুমা। এক বছরের কন্যাসন্তানকে দ্রুত রাস্তার পাশে নিরাপদ দূরত্বে ঠেলে দিতে পারলেও ট্রাকের চাকায় ততক্ষণে পিষ্ট হয়ে যান তিনি। স্বামী আর দুই সন্তান সুস্থ আছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। নিহত মাসুমা খাতুন বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, বুধবার সকালে স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি থেকে নগরীর টেক্সটাইল এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন মিজানুর। এ সময় এক বছরের এক মেয়েকে মায়ের কোলে দিয়ে মোটরসাইকেলের পেছনে বসান এবং সাড়ে তিন বছরের ছেলেকে মোটরসাইকেলের সামনে বসান। একটি অটোরিকশাকে ওভারটেক করাকালে ব্রেক দেন তিনি। প্রচণ্ড ঝাঁকুনিতে তখন মোটরসাইকেলের পেছনে থাকা স্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে সন্তানসহ নিচে পড়ে যান। আর মৃত্যু নিশ্চিত জেনে সন্তানকে চোখের পলকে এক পাশে ঠেলে দেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় পেছনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা বলেন, নিজের জীবনের বিনিময়ে সন্তানকে কৌশলে বাঁচানোর চেষ্টা সফল হয়েছে। তাঁর কোলে থাকা এক বছরের শিশুকন্যা অলৌকিকভাবে বেঁচে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমান ও তাঁর দুই সন্তান সুস্থ আছেন। তবে কন্যাসন্তান ছিটকে পড়ায় হাতে-পায়ে একটু আঘাত পেয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে ওসি জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>