<p>গাজীপুরের কালিয়াকৈরে মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাপায় শেফালী খাতুন নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ড্রাম ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।</p> <p>বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেফালী খাতুন ওই এলাকার এসেনশিয়াল নামক একটি পোশাক কারখানার শ্রমিক।</p> <p>এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের মধ্যপাড়া, আকুলিচালা এলাকায় কারখানা ছুটি শেষে বাড়ি যাচ্ছিলেন শেফালী খাতুন। এসময় মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ততক্ষণে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।</p> <p>মৌচাক পুলিশ ফাঁড়ির ইন চার্জ মহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে ট্রাকের আগুন নিভিয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।</p>