<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ৪২ দিন আগেই জোড় ইজতেমা নিয়ে মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দুর গ্রামের মৃত উসমান মিয়ার ছেলে আমিনুল হক বাচ্চু (৭০), রাজধানীর ভাটারা থানার বেরাইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) এবং অন্যজন বগুড়া জেলার তাজুল <img alt="ইজতেমা মাঠ রণক্ষেত্র, ৪ জন নিহত" height="243" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/19-12-2024/dddd.jpg" style="float:left" width="343" />ইসলাম (৭০)। মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে সংঘর্ষ শুরু হয়ে গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে তাবলিগের গৌরবের এ জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে, তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি। তারা আলোচনা করুক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে টঙ্গীতে ইজতেমার মাঠ ও আশপাশের তিন কিলোমিটারের মধ্যে সভা-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারির পর ময়দান ছাড়তে শুরু করেছে লোকজন। গতকাল গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা বলা হয়েছে। এর পর থেকেই আগতদের মাঠ ছেড়ে চলে যেতে দেখে স্থানীয় লোকজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইকও ব্যবহার করা যাবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইজতেমা ময়দানের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, এপিবিএনসহ সশস্ত্র বাহিনীর প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে চলা সংঘর্ষের ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালেও। সেখানে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল থেকেই টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহতদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতলের ভেতরে ও সামনের ফটকে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরবর্তীকালে নিরাপত্তার জন্য ঢাকা মেডিক্যাল ও কাকরাইল মসজিদ এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকেন। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালান। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষ চলাকালে সিডিএল ভবনের সামনে মুসল্লিবাহী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁরা হলেন খোরশেদ আলম (৫০), বেলাল (৩৪), আনোয়ার (৫০), আবু বক্কর (৫৯), আরিফুল ইসলাম (৫০), আনোয়ার (২৬), ফোরকান আহমেদ (৩৫), আনোয়ার (৭৬), আ. রউফ (৫৫), মজিবুর রহমান (৫৮), আ. হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮), আরিফ (৩৪), ফয়সাল (২৮), তরিকুল (৪২), উকিল মিয়া (৫৮), সাহেদ (৪৪), খোরশেদ আলম (৫০), বেলাল (৩৪), আনোয়ার (৫০), নুর আলম (৫০), নুরুল হাকিম (৩০), শাহজাহান (৪৫), মো. হান্নান (৫০)।    </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সকাল ১০টার পর টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক আহত হন। দুপুরে একই হাসপাতালে বিবদমান দুই গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এতেও কয়েকজন আহত হন। দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক জায়গায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সরিয়ে দেয়।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে র‌্যাব ৩-এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় র‌্যাব-৩ নিরাপত্তা জোরদার করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা হত্যা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাওলানা মামুনুল : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. মামুনুল হক বলেছেন, এটা সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা নয়। সাদপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ হামলায় কারা জড়িত, তার ভিডিও ফুটেজ আছে। আমাদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি করেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৮ সালেও তারা হামলা করেছিল। তখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামুনুল হক বলেন, সাদপন্থীরা বাংলাদেশ রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাদের সঙ্গে দুই দিন ধরে আলোচনা চলছে। আলোচনা চলার মধ্যেই তারা হামলা করে ঘুমন্ত মানুষকে হত্যা করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ বৃহস্পতিবার টঙ্গী অভিমুখে লং মার্চ কর্মসূচি প্রত্যাহারের আভাস দিয়ে মামুনুল হক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাকরাইলে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করে আজ এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><img alt="তাবলিগ " height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/19-12-2024/kk-NEW-2-2024-12-19-13.jpg" width="1000" /></p> <p style="text-align:left">রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় গতকাল তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ থামাতে কাজ করেন পুলিশ ও আনসার সদস্যরা।   ছবি : কালের কণ্ঠ</p> <p style="text-align:left"><img alt="তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-2-2024-12-19-13a.jpg" width="1000" /></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে যান আহত একজন। ছবি<strong> : কালের কণ্ঠ</strong></span></span></span></span></span></p> <p style="text-align:left"><img alt="তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-2-2024-12-19-13b.jpg" width="1000" /></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাকরাইল মসজিদের সামনে জুবায়েরের অনুসারীরা।     <strong>ছবি : কালের কণ্ঠ</strong></span></span></span></span></span></p> <p style="text-align:left"><img alt="তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-2-2024-12-19-13c.jpg" width="1000" /></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গী ইজতেমা মাঠের প্রবেশপথে সেনাবাহিনী ও বিজিবির সতর্ক অবস্থান।    <strong>ছবি : কালের কণ্ঠ</strong></span></span></span></span></span></p>