<p>রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ফ্লাইওভারে পশ্চিম পাশে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা থেকে এক দিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। </p> <p>সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। পরনে কোনো কাপড় ছিল না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। </p>