<p>নোয়াখালী জেলা শহরের আদালত চত্বর থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক আ্যডভোকেটকেও আটক করা হয়।  </p> <p>বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।  </p> <p>আটককৃতরা হলেন- জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে আ্যডভোকেট মোহাম্মদ জলিল হোসেন (৩৯)।  </p> <p>সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী আ্যডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করে। </p> <p>অভিযোগ রয়েছে, প্রতারক  আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছে। খবর পেয়ে সেনাবাহিনী এ অভিযান চালায়। পরে তাদের সুধারাম থানায় সোপর্দ করে।</p> <p>সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, সেনাবাহিনী আটককৃতদের থানায় সোপর্দ করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  </p>