<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মস্কোয় শীর্ষ জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহকারী হত্যার ঘটনায় উজবেকিস্তানের ২৯ বছর বয়সী এক নাগরিককে আটক করেছে রাশিয়া। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) এ তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্থাটি বলেছে, সন্দেহভাজন এই নাগরিককে নিয়োগ করেছিলেন ইউক্রেনের গোয়েন্দারা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। মস্কোয় পরমাণু প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা শীর্ষ একজন জেনারেল ইগর কিরিলভ বোমা বিস্ফোরণে নিহত হন। ইউক্রেন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>