<p>চাঁদপুরে রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে ইয়ানুন খাঁন (১৮)। এ ঘটনায় এক পথচারীসহ আরো তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।</p> <p>গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামুন খান উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের মৃত খলিল খাঁনের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। </p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৮টায় হাইমচর থেকে চাঁদপুর শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে।</p> <p>এদিকে, আহতরা হলেন- একই এলাকার খোরশেদ ছৈয়ালের ছেলে রাকিব ছৈয়াল (১৯), জাহাঙ্গীর হোসেনের ছেলে ফুয়াদ হাসান (২০) ও ভোলা চর ফ্যাশন এলাকার শান্ত নামের এক পথচারী। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।</p>