<p>গত মঙ্গলবার ভোরে সহকারী ইলিয়া পোলিকারপভকে সঙ্গে নিয়ে কিরিলোভ যখন বাসা থেকে বের হচ্ছিলেন তখন বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়। রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহকারীকে হত্যার ঘটনায় ২৯ বছর বয়সী এক উজবেক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির নিরাপত্তা বিভাগকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বিবিসি।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, রুশ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে আটক হওয়া সন্দেহভাজনের সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিরিলোভ ২০১৭ সলে রাশিয়ার পারমানবিক, রাসায়নিক, জৈবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ভুল তথ্য প্রচারে তার খ্যাতি ছিল।</p> <p>এদিকে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী– এসবিইউ এর ভেতরের কিছু সূত্র এই ঘটনার পেছনে সংস্থাটির দায় স্বীকার-ও করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে বিবিসিকে একটি সূত্র নিশ্চিত করেছিল, ওই রুশ জেনারেলকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন।</p> <p>সূত্রটি বলেছে, তাকে টার্গেট করা ন্যায্য ছিল কেননা তিনি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন। হত্যার একদিন আগে কিরিলোভকে ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যবহারের জন্য দায়ী’ করে ইউক্রেন। তবে ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।</p> <p>রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) জনসংযোগ বিভাগ বুধবার জানিয়েছে, ২৯ বছর বয়সী আটক ওই ব্যক্তি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে’ তালিকাভুক্ত রয়েছেন। </p> <p>এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেইনের নিরাপত্তা সংস্থা তাকে নিয়োগ দিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন। এফএসবি-এর প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যামেরার সামনে সরাসরি কথা বলছেন। তিনি বলছিলেন, কিরিলোভ হত্যার জন্য তাকে এক লাখ ডলার পুরস্কারসহ ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার ‘নিশ্চয়তা’ দেওয়া হয়েছিল। </p> <p>এফএসবি আরো জানায়, ইউক্রেইনের নির্দেশেই এই ব্যক্তি মস্কোয় পৌঁছান এবং কিরিলোভের বাসস্থান পর্যবেক্ষণের জন্য একটি গাড়ি ভাড়া করেন। এরপর তিনি হাতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইস বৈদ্যুতিক স্কুটারটিতে পেতে রাখেন। স্কুটারটি কিরিলোভের বাসভবনের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখেন। সেখানে একটি ক্যামেরাও লাগান তিনি। যার মাধ্যমে ঘটনাস্থল থেকে ভিডিও সরাসরি ইউক্রেনের দনিপ্রো শহরে তার হ্যান্ডলারদের কাছে পাঠানোর ব্যাবস্থা করেছিলেন।</p> <p>কিরিলোভ ও তার সহকারী মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্ট এর বাড়ির প্রবেশপথে ঢুকতেই বিস্ফোরক পেতে রাখা স্কুটার বিস্ফোরণে দুইজন নিহত হন। কিরিলোভকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যাওয়ার সময়ই ওই উজবেক যুবক বোমার সুইচ টিপে বিস্ফোরণ ঘটায়।</p> <p>কিরিলোভই রাশিয়ার মাটিতে ইউক্রেইনের অভিযানে নিহত সবচেয়ে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা। ইউক্রেনের যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য কিয়েভের আগে ৫৪ বছর বয়সী ওই জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য।</p> <p>সূত্র : বিবিসি, রয়টার্স<br />  </p>