<p>‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উদযাপন করা হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।</p> <p>গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এই আয়োজনে কয়েক শ প্রবাসী উপস্থিত ছিলেন।</p> <p>দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর (লোকাল) লুৎফুন নাহার নাজীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মীযানুর রহমান। শুরুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা। পরে কর্মসংস্থান ও প্রবাসীদের কল্যাণবিষয়ক কার্যক্রমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।</p> <p>প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা ও ২০২৪ সালের কার্যাবলী উপস্থাপন করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন। এ সময় তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেন।</p> <p>দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ১১ জন প্রবাসী ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।</p> <p>দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য উল্লেখ করে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মীযানুর রহমান বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও রেমিট্যান্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের অবদান নিয়ে আলোকপাত করেন। পরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।</p>