<p style="text-align:justify">যশোরের কেশবপুর উপজেলা মৎস্য অফিস চলছে মাত্র দুইজন কর্মকর্তা দিয়ে। এ কার্যালয়ে ছয়টি পদের মধ্যে চারটি  শূন্য থাকায় জনবল সংকটে ভুগছে অফিসটি। যে কারণে মাঠ পর্যায়ের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।</p> <p style="text-align:justify">উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অফিসটিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী (মাঠকর্মী), অফিস সহকারী ও অফিস সহায়কের পদ রয়েছে। বর্তমানে অফিসটিতে কর্মরত রয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও ক্ষেত্র সহকারী (মাঠকর্মী)। উপজেলাব্যাপী কর্মকাণ্ড চালাতে গিয়ে তাঁদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৯" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734593822-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৯</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/19/1459121" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কেশবপুর উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা নিয়ে গঠিত। এখানে রয়েছে চার হাজার ৬৫৮টি মাছের ঘের। এর মধ্যে ৬৬১টি গলদা ও ৬৩৮টি বাগদা চিংড়ির ঘের। প্রতিবছর এ উপজেলায় ২৭ হাজার ৫৭৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। এবারের বন্যা ও জলাবদ্ধতায় মৎস্য খামারিদের মাছ ভেসে ও অবকাঠামো নষ্ট হয়ে প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৯" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734593822-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৯</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/19/1459121" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মৎস্য চাষিদের অভিযোগ, অফিসটিতে মাত্র দুইজন বর্তমানে কর্মরত থাকায় সেবা নিতে এসে পড়তে হয় বিপাকে। দীর্ঘদিন ধরে অফিসটিতে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, অফিস সহকারী ও অফিস সহায়কের পদ শূন্য থাকায় মৎস্য অফিসার মাঠ পর্যায়ের কাজে বেরিয়ে গেলে সেবা নিতে আসা মাছচাষিদের পড়তে হয় বিড়ম্বনায়।</p> <p style="text-align:justify">উপজেলার বিল গরালিয়ার ঘেরে মাছচাষি রফিকুল ইসলাম বলেন, মৎস্য অফিসের জনবল বেশি থাকলে তাদের সেবা পেতে সহজ হয়। সে কারণে তিনি দ্রুত ওই অফিসে জনবল পূরণের দাবি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সবজির দাম কমায় ক্রেতাদের মুখে স্বস্তির হাসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734593382-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সবজির দাম কমায় ক্রেতাদের মুখে স্বস্তির হাসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/19/1459119" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, অফিসে চারটি পদ শূন্য থাকায় কার্যক্রম চালাতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়। ইতিমধ্যে জনবল নিয়োগের বিষয়ে পরীক্ষা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত শূন্য পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ হলে সমস্যা থাকবে না।</p>