<p>চট্টগ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখনো ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।</p> <p>খুলশী থানার এসআই মো. বেলাল জানান, ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। মুখমণ্ডল বিকৃত হয়ে অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন থেকে চার দিন আগের। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে বালু চুরি, রাজস্ব হারাচ্ছে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734596504-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে বালু চুরি, রাজস্ব হারাচ্ছে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/19/1459124" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ জানায়, ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।</p>